/anm-bengali/media/media_files/bf8qGlASDZkaoAx26see.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : বিজয়া সম্মেলনীতেও অব্য়াহত রইলো রাজনীতি! দাঁতন ১ ব্লকের তারারুই আঁচলের কোটিপাড়া গ্রামে বিজয়া সম্মিলনী ছিল বিজেপির। দলীয় কর্মীরা যাতে সেই অনুষ্ঠানে যোগদান না করেন তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর সেই অভিযোগ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এক্স হ্যান্ডেলে অনুষ্ঠানের কয়েক ঝলক শেয়ার করে দিলীপের বার্তা, ''দাঁতন ১ ব্লকের তারারুই আঁচলের কোটিপাড়া গ্রামে বিজয়া সম্মিলনী। খোলা আকাশের নিচে একটি প্রাচীন বটগাছের নিচে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। এমনকি এসব সামাজিক অনুষ্ঠানেও আমাদের প্যান্ডেল তৈরি করতে দেওয়া হয়নি। দুয়ারে দুয়ারে গিয়ে তৃণমূল ভয় দেখায় যাতে কেউ অনুষ্ঠানে উপস্থিত না হয়। কিন্তু জনগণের উৎসাহকে গুন্ডামি করে স্তব্ধ করা যায় না। এতে অনেক কর্মী, সাধারণ মানুষ এসে যোগ দেন।''
1.2 TMC went door to door and intimidated so that no one should attend the event. But people's enthusiasm cannot be silenced by bullying. Many Karyakartas, ordinary people came and joined it. pic.twitter.com/m0yyKqlHZd
— Dilip Ghosh (@DilipGhoshBJP) November 1, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us