/anm-bengali/media/media_files/2025/07/16/whatsapp-image-2025-07-16-2025-07-16-19-57-55.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: নদীর জলস্তর বাড়ায় প্লাবিত এলাকাতেও জল বাড়ছে। এর জেরে জলমগ্ন ঘাটালের বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়ছে। ঘাটাল পৌরসভার ১৩ টি ওয়ার্ড ও ঘাটাল ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েত একসপ্তাহ ধরে জলমগ্ন। তার উপর নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে অবনতির দিকেই ঘাটালের বন্যা পরিস্থিতি। রাস্তা-ঘাট, স্কুল, আড়গোড়ার চাতাল, রাজ্যসড়ক সব জলের তলায়। প্লাবনের জেরে দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায় চরম ক্ষতির মুখে ছোটো-বড়ো ব্যবসায়ীরাও। বিঘের পর বিঘে কৃষিজমি জলের তলায় থাকায় দুশ্চিন্তায় কৃষকরা। পুলিশ প্রশাসনের তরফে প্লাবিত এলাকায় সরকারি সমস্ত রকম পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে। তৎপর মহকুমা প্রশাসনও। ইতিমধ্যে ঘাটালে গিয়ে মহকুমার সবকটি ব্লক ও পৌরসভার আধিকারিক পদাধিকার থেকে বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে ঘাটাল টাউন হলে বৈঠক করেছেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক খুরশিদ আলি কাদরী। একই সাথে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘাটালে যান জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার।
ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে পুলিশের কি ভূমিকা রয়েছে এবং পুলিশ প্লাবিত এলাকায় বন্যা দুর্গতদের জন্য কি কি কাজ করে চলেছে তা সাংবাদিকদের জানান জেলা পুলিশ সুপার। ঘাটাল মহকুমার সবকটি থানায় কমিউনিটি কিচেন পরিচালনা, শুকনো খাবার বিতরণ, মানুষকে উদ্ধার করা ও প্রয়োজনে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ রান্না করা খাবার থেকে উদ্ধারকাজ পরিচালনা এমনকি যেখানে পৌছনো অসম্ভব পুলিশ সেখানেও গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে আসছে। ঘাটাল মহকুমায় পুলিশের ২১ টি কমিউনিটি কিচেন চলছে ও দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতনামূলক প্রচার চালাচ্ছে ঘাটাল থানা।
প্রাকৃতিক দুর্যোগ কবে কাটবে? প্রশ্ন তুলছে বিপর্যস্ত ঘাটালবাসী।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-172223-2025-07-16-17-22-39.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us