পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! কংগ্রেসের জেলা সভাপতির পোশাক ছিঁড়ে গেল

কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-06 at 2.54.55 PM

হরি ঘোষ, দুর্গাপুর: ৩ দিন ধরে বন্ধ দুর্গাপুরের পরিবহন। শহরে দেখা নেই মিনিবাস ও অটোর। নিশ্চুপ প্রশাসন - এমনই অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে যায় জাতীয় কংগ্রেস। এরপরই কার্যালয়ের মূল গেটে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় ও জোর করে কার্যালয়ের ভিতর প্রবেশ করে কংগ্রেস কর্মী-সমর্থকেরা। কার্যালয়ের ভিতরে বসে পড়ে বিক্ষোভকারীরা। 

স্থানীয় নিউ টাউনশিপ থানার পুলিশ বিক্ষোভকারীদের রীতিমতো ধাক্কাধাক্কি করে কার্যালয় থেকে বের করে দেয়। গোটা ঘটনায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মহকুমা শাসকের কার্যালয়ে। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ, তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে ও কর্মী সমর্থকদের হেনস্থা করেছে পুলিশ। তাদের দাবি অবিলম্বে বাস ও অটো পরিষেবা স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে কংগ্রেস।

Screenshot 2025-08-06 143943