উখড়া বাজারকে যানজটমুক্ত করতে কড়া ব্যবস্থা পুলিশের, আটক কিছু বাইক

বাজারে যানবাহন থাকায় ভিড় বাড়ছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-30 at 2.50.03 PM

হরি ঘোষ, অন্ডাল : রাস্তার উপর যেখানে সেখানে বাইক, টোটো ও গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে উখড়া বাজারের রাস্তায় তৈরি হচ্ছে যানজট। সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ী থেকে পথচারী এমনকি স্থানীয় বাসিন্দাদেরও। এবার বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা যানজটমুক্ত করতে উদ্যোগী হল পুলিশ।

সোমবার সকালে বাজার সহ মাধাইগঞ্জ রোড, বাজপাই মোড়, স্কুল মোড় পরিদর্শন করে উখড়া ফাঁড়ির পুলিশ। রাস্তার উপর দাঁড় করানো বাইক, টোটো, চার চাকার গাড়ি সরিয়ে নিতে বলা হয় গাড়ির মালিকদের। সেই সাথে প্রায় ১০-১২টি বাইক বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয় ফাঁড়িতে। এছাড়াও রাস্তার উপর পার্কিং করা বেশ কিছু বাইক মালিককে করা হয় স্পট ফাইন। রাস্তা যানজট মুক্ত রাখতে ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হবে বলে ফাঁড়ির এক আধিকারিক জানান। পুলিশের সক্রিয়তায় খুশি ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও।

WhatsApp Image 2025-06-30 at 2.50.02 PM