New Update
/anm-bengali/media/media_files/2025/10/07/whatsapp-image-2025-10-07-2025-10-07-14-47-58.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মালদা: ব্রাউন সুগার উদ্ধার অভিযানে ফের সাফল্য গাজোল থানার। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পাচারের আগেই একটি চারচাকা গাড়ি থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল গাজোল থানার পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই দুই ব্যক্তির নাম সুব্রত হালদার ও আরেক জনের নাম প্রীতম দাস। জানা গিয়েছে, ওই ২ যুবক গাড়ি করে মালদা থেকে গাজোলের দিকে যাচ্ছিল। ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে রাঙাভিটা এলাকায় তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/diguad-2025-10-07-20-06-04.jpg)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us