New Update
/anm-bengali/media/media_files/2025/12/03/whatsapp-image-2025-12-03-2025-12-03-15-20-05.jpeg)
নিজস্ব প্রতিনিধি, হুগলি: হুগলির মগড়া থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির অন্তর্গত পালপাড়ার রাজেশ মান্ডি ব্যারাকপুর পুলিশ কমিশনাররেটে কাজ করতেন। ২০০৬ সালে পুলিশের কাজে যোগদান দিয়ে প্রথমে কনস্টেবল থাকলেন ও পরে এসআই হন। অসুস্থ থাকার জন্য গত নভেম্বর মাস থেকে কাজে যাননি। মাঝেমধ্যেই বাইকে কাজে যাওয়া আসা করতেন। এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল রাজেশের। গত সোমবার রাতে বাড়ি থেকে একা সাইকেল নিয়ে বাজারে বেরিয়েছিলেন রাজেশ। বাড়ি যাওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারলে রাস্তায় পড়ে যান। এলাকার দুই সিভিক ও এলাকার মানুষের সহযোগিতায় প্রথমে মগরা গ্রামীণ হাসপাতাল ও পরে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। গতকাল তার মৃত্যু হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us