New Update
/anm-bengali/media/media_files/zpn17Igq23RJxMzKzx2U.jpg)
নিজস্ব প্রতিনিধি, পিংলা : গরু পাচার রুখলো ডেবরা এসডিপিও গোবিন্দ সিকদার ও পিংলা থানার পুলিশ।সোমবার মধ্যরাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের এগারো মাইল থেকে মুন্ডুমারি যাওয়ার পথে একটি পিক আপ ভ্যান বোঝাই গরুর গাড়ি আটক করলো ডেবরা এসডিপিও গোবিন্দ সিকদার ও পিংলা থানার পুলিশ। উদ্ধার হয় ১৯ টি গরু।
/anm-bengali/media/media_files/mIFxJMTW7fMvXDzNPSbW.jpg)
অপরদিকে পিক আপ ভ্যান আটকের পাশাপাশি দুজনকে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ। অপরদিকে গরুগুলিকে থানায় নিয়ে আসার পর তাদের খাওয়ার দাওয়ার সমস্ত ব্যবস্থা করছে সিভিক ভলেন্টিয়াররা।সোমবার দুপুরে অভিযুক্ত দুজনকে মেদিনীপুর আদালতে পাঠালো পিংলা থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us