জলস্রোতে আটক পর্যটকদের উদ্ধার করলো পুলিশ

প্রবল বৃষ্টির জেরে বেলপাহাড়িতে জলস্রোতে আটকে পড়েন পর্যটকরা। দ্রুত উদ্ধার করলো পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-06-29 at 4.37.57 PM

JHARGRAM

নিজস্ব সংবাদদাতা - প্রবল বৃষ্টির জেরে ঝাড়গ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র বেলপাহাড়িতে দারুন বিপাকে পড়েন পর্যটকেরা। পূর্ব বর্ধমান থেকে বেড়াতে আসা পর্যটকদের গাড়ি জলস্রোতে আটকে পড়ে গত শনিবার রাতে। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে আসা একটি গাড়ি, চিরাকুটি গ্রামের কাছে একটি নির্মাণাধীন কালভার্টের পাশ দিয়ে যাওয়ার সময়, অস্থায়ী কাঁচা রাস্তায় প্রবল জলস্রোতের কারণে গাড়িটির চাকা, নরম মাটিতে বসে যায়। এরপর বিপজ্জনক অবস্থায় ওই গাড়িটি যাত্রীসহ আটকে পড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বেলপাহাড়ি থানার পুলিশ। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ।

rainjhargram

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায়, গাড়িতে থাকা পর্যটক ও চালককে উদ্ধার করে, পাশের একটি বাড়িতে নিরাপদ আশ্রয় দেওয়া হয়। এরপর গাড়ি উদ্ধারের জন্য ডাকা হয় জেসিবি। কিন্তু টানা বৃষ্টির কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়। শেষমেষ পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ঐকান্তিক চেষ্টায় গাড়িটিকেও নিরাপদে সরানো সম্ভব হয়। বর্তমানে গাড়ির চালক ও পর্যটকেরা বেলপাহাড়ির একটি রিসোর্টে সুরক্ষিত রয়েছেন। কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনা ফের প্রমাণ করলো ঝাড়গ্রাম জেলা পুলিশ পর্যটকদের নিরাপত্তা ও সহায়তায় কতটা তৎপর ও দায়বদ্ধ।