New Update
/anm-bengali/media/media_files/2025/06/17/uITeA1GVYW1VFTVgBkaD.jpeg)
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: তুফানগঞ্জ থানার পুলিশের পক্ষ একটি অভিযান চালানো হয় বলরামপুর সোনডুকরি এলাকায় এবং সেখান থেকে উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট। ঘটনার পরিপ্রেক্ষিতে ২ জনকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তরা হল জাহিদুল আলী ও জাহিদুল মন্ডল। জাহিদুল আলীর বাড়ি সুকারোর কুঠি এলাকায় ও জাহিদুল মন্ডলের বাড়ি তুফানগঞ্জ এলাকায়। অভিযুক্তদের কাছ থেকে প্রায় ২৩০ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। এছাড়াও ২টি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা। অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/ace/ws/640/cpsprodpb/78A7/production/_106578803_yaba_getty976.jpg-901923.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us