জাতীয় সড়কের ধারে পুলিশের হানা, ভিতরে ঢুকে চক্ষু চড়ক গাছ!

কি মিলল সেখানে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-13 at 2.59.54 PM

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরPolice raid on the national highwayহলদিয়া-মেছেদা জাতীয় সড়কের ধারে হাকোল্লা এলাকায় একটি গোডাউনের ভিতরে অবৈধ কয়লা, তেল, বিটুমিনসহ বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার হয়। পূর্ব মেদিনীপুর জেলার DEB ও জেলা পুলিশ যৌথ অভিযান চালায় গতকাল রাতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানেই অবৈধভাবে তেল কাটিং চলত। ইতিমধ্যেই একটি গাড়ি সহ কয়েকশো লিটার তেল ও কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে।

WhatsApp Image 2025-08-13 at 3.00.01 PM