অর্জুনকে পুলিশের নোটিস-বাণ

দলের কাজে তিনি পাটনায় রয়েছেন দাবি অর্জুন সিংয়ের

author-image
Jaita Chowdhury
New Update
অর্জুন সিংহের জেড ক্যাটিগরির নিরাপত্তা তুলে নিল কেন্দ্রীয় সরকার

নিজস্ব সংবাদদাতা: একদিনে পাঁচটা ! অর্জুনকে পুলিশের নোটিস-বাণ। এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ-সহ অর্জুন সিংকে থানায় তলব। ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে ধরানো হয়েছে পাঁচ-পাঁচটি নোটিস! তাঁর বাড়ি, মজদুর ভবনের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজও অর্জুন সিংকে থানায় নিয়ে যেতে বলা হয়েছে। এবারও অর্জুন সিং তাঁর আইনজীবী মারফত জানিয়েছেন, আজ কোনওভাবেই জগদ্দল থানায় হাজিরা দেওয়া সম্ভব নয়। দলের কাজে তিনি পাটনায় রয়েছেন বলে দাবি অর্জুন সিংয়ের।

গ্রেফতার তৃণমূল নেতা অর্জুন সিংহের ভাই, আজ তোলা হবে ব্যারাকপুর আদালতে