পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝাণ্ডা ধরো: আরও উত্তাল ময়না

গতকাল ময়নায় হত্যা করা হয়েছে বিজেপি নেতাকে। তার জেরে প্রতিবাদ করছে বিজেপি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি আরও উত্তাল হয়েছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন। 

author-image
Aniket
New Update
m

নিজস্ব সংবাদদাতা: ময়নার বাকচায় বিজেপি নেতাকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। খুন হয়েছেন বাকচায় বিজেপির ২৩৪ নম্বর বুথের সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়া। জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে স্ত্রী ও ছেলের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর গভীর রাতে উদ্ধার হয় তার মৃতদেহ। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার ফলে তার মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে গতকাল রাত থেকেই উত্তাল হয়ে রয়েছে ময়না। আজ সকাল থেকে ময়না-তমলুক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির নেতা-কর্মীরা। বিজেপি বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে চলছে বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে বিজেপি। বর্তমানে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিক্ষোভ তুলে নেওয়ার জন্য বিজেপি সমর্থকদের নির্দেশ দিয়েছে। এরপরেই পুলিশকে লক্ষ করে স্লোগান তোলে বিজেপি সমর্থকরা। "পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝাণ্ডা ধরো" স্লোগান দিয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চালাচ্ছে বিজেপি কর্মীরা। যতক্ষণ না দোষীদের আটক করা হচ্ছে এবং সাজা দেওয়া হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন বিজেপি নেতা-কর্মীরা। 

ad.jpg