/anm-bengali/media/media_files/2025/07/03/whatsapp-image-2025-07-03-2025-07-03-15-08-28.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: প্রবল বৃষ্টির জেরে হড়পা বানে বেলপাহাড়িতে পর্যটকদের ভেসে যাওয়ার মতো পরিস্থিতি তৈরী হয়েছিল। সেই থেকে এবার সতর্ক হল পুলিশ। অল্প বৃষ্টি হলেই তারাফেনী নদীর উপর ঢোলভাঙ্গা কজওয়ের উপর উঠে যায় জল। যোগাযোগ বিচ্ছিন্ন হয় বাঁকুড়ার রাইপুরের সাথে ঝাড়গ্রামের। ঢোলভাঙ্গা কজওয়ের অবস্থা ভালো নয়। কজওয়ের উপরের অংশ জলের ঝাপটায় নষ্ট হয়ে গেছে। প্রায় চার থেকে পাঁচ বছর এই অবস্থায় রয়েছে কজওয়েটি।
এই কজওয়ের এপারে বিনপুর এবং ওপারে বকসী বাজার। প্রতিনিয়ত বহু মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে। তাই কিছুদিন আগে যে ঘটনা বেড়াতে আসা পর্যটকদের সাথে ঘটে তার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য আগাম পরিকল্পনা গ্রহণ করল বিনপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছর ধরেই ঢোলভাঙ্গা কজওয়ের বেশকিছু পাইপ মজে রয়েছে সংস্কার না হওয়ার ফলে। তাই অল্প বৃষ্টি হলেই জল উপচে পড়ে কজওয়ের উপর। বৃষ্টি থামতেই জেসিবি নিয়ে মজে যাওয়া পাইপগুলোর সংস্কার করা হল। ঘটনায় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন পুলিশকে। এই ঘটনা ফের প্রমাণ করল ঝাড়গ্রাম জেলা পুলিশ পর্যটকদের নিরাপত্তা ও সহায়তায় কতটা তৎপর ও দায়বদ্ধ।