মাদক বর্জন করে সুস্থ থাকুন- পুলিশের উদ্যোগে মাদক বিরোধী দিবস উদযাপন

কিভাবে হল এই উদযাপন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-26 at 5.20.45 PM

হরি ঘোষ, দুর্গাপুর: মাদক সেবন করলে হয় ক্যান্সার, হয় শরীরের নানান ক্ষতি। তাই মাদক বর্জন করে সুস্থ থাকুন- এই বার্তা দিয়ে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশের উদ্যোগে মাদক বিরোধী দিবস উদযাপন করা হয়। পড়ুয়াদের নিয়ে হয় পদযাত্রা। কোকওভেন থানার সামনে থেকে শুরু হয় পদযাত্রা যা দুর্গাপুর স্টেশন বাজারে গিয়ে শেষ হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক এবং কোকওভেন থানার পুলিশ আধিকারিকরা। কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক বলেন, "পুলিশের তরফ থেকে প্রতিদিনই সচেতন করা হয় প্রতিটি এলাকায়। স্কুল-কলেজের ১০০ মিটারের মধ্যে মাদক বিক্রি করা যাবে না। কেউ মাদক খেয়ে নিজের শরীরকে নষ্ট করবেন না। সকলে সুস্থ থাকুন ভালো থাকুন"।

Anti-drug Awareness Drive For Students Held | Kochi News - Times of India