এবার পুজোয় পুলিশ করবে বিশেষ পরিক্রমা, দেবে পুরস্কার

কোথায় এবার পুলিশ করবে এই বিশেষ পরিক্রমা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-22 at 1.53.58 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: দুর্গাপুজো উপলক্ষ্যে জামবনি থানার পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের ১ লক্ষ ১০ হাজার টাকার সরকারি অনুদান বিতরণ করেছে। এই চেক জামবনি থানার অন্তর্গত মোট ২৪টি সার্বজনীন পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক, বিনপুর বিধানসভা বিধায়ক দেবনাথ হাঁসদা সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা।

জামবনি থানার পুলিশ এবার পুজো আরও আনন্দময় ও সুষ্ঠু করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। পুজোর সময়ে থানার পক্ষ থেকে সব প্যান্ডেলে বিশেষ পরিক্রমা করা হবে। এই পরিক্রমার মাধ্যমে নির্বাচিত তিনটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হবে। আইসি অভিজিৎ বসু মল্লিক জানিয়েছেন যে যেসব পুজো কমিটি রাস্তায় জোর করে চাঁদা আদায় করছে, তাদের এই পরিক্রমা ও প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Durga