ব্যাবসায়ীদের সঙ্গে বৈঠকে পুলিশ

ডেবরায় একাধিক ক্রাইম রুখতে বাজারের ব্যাবসায়ীদের সঙ্গে বৈঠকে পুলিশ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-22 11.30.34 AM

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগে একই দিনে ডেবরা বাজারের একাধিক দোকানে চুরির ঘটনা ঘটে৷ কয়েকটি দোকানে চুরির চেষ্টাও হয়। এই ঘটনায় রিতীমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকায়। তাই ডেবরা বাজারে চুরি সহ বিভিন্ন ধরনের ক্রাইম রুখতে গতকাল রাতে ডেবরা বাজারে বাজার বুড়ির মন্দিরে ডেবরা থানার পুলিশের সঙ্গে ডেবরা বাজারের ব্যাবসায়ীদের একটি বৈঠক হয়। সেখানে থানার পক্ষ থেকে একাধিক নির্দেশ দেওয়া হয় এবং ব্যাবসায়ীদের পক্ষ থেকে ডেবরা  বাজার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দাবী জানানো হয় এদিন।