পুলিশের মানবিক রূপ, ধরা পড়লো সিটি সেন্টারে

অনেকে রক্তদান করে জীবন বাঁচানোর বার্তা দিলেন। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-09-14 at 17.29.32

File Picture

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরে সিটি সেন্টার ফাঁড়িতে অনুষ্ঠিত রক্তদান শিবিরে এক অদম্য মানবিকতার উদাহরণ স্থাপন করলেন পুলিশ সদস্যরা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা, দুর্গাপুরের সুবীর রায়, সি আই রণবীর বাগ সহ অনেকে নিজস্ব হাতে রক্তদান করে জীবন বাঁচানোর বার্তা দিলেন। 

শুধু উপস্থিতি নয়, রক্তের মাধ্যমে তারা মানুষের পাশে দাঁড়ালেন, দেখালেন যে আইনশৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি মানবতার তরে কাজ করাও কতটা গুরুত্বপূর্ণ। প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন, যার ফলে অনেক মানুষের জীবন সম্ভাবনা ফিরে পাবে। এই শিবিরের নেপথ্যে ছিলেন সিটি সেন্টার ফাঁড়ির ইনচার্জ সুদীপ্ত বিশ্বাস, যিনি পুলিশের মানবিক দৃষ্টিভঙ্গি এবং সমাজসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

শিবিরের মাধ্যমে শুধু রক্তই দেওয়া হয়নি, বরং মানুষদের হৃদয়ে ভরসা, সাহস এবং মানবিকতার আলোকবর্তিকা জ্বালানো হয়েছে। পুলিশরা প্রমাণ করলেন শান্তি ও মানবিকতা একই মুদ্রার দুটি পিঠ।