/anm-bengali/media/media_files/2025/10/25/whatsapp-image-2025-10-25-2025-10-25-22-22-26.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কালীপুজোর আয়োজন রাজ্যের বিভিন্ন থানায় করা হয়। রীতিনীতি মেনে এবছরও কালীপুজোর আয়োজন করা হয়েছিল চন্দ্রকোনা থানায়। থানা সংলগ্ন কালীপুজো উৎসব কমিটি পুজোর আয়োজন করে। পুজো মিটলে প্রতিবছর বিরাট নরনারায়ণ সেবার আয়োজন হয় থানা চত্বরে। তার জন্য মুখিয়ে থাকে সাধারন মানুষও।
শনিবার দুপুরে চন্দ্রকোনা থানা চত্বরে এবছরও 'নরনারায়ন সেবার' আয়োজন করা হয়। চন্দ্রকোনা থানার তরফে খবর, প্রায় ৮০০০ মানুষ থানা চত্বরে নরনারায়ণ সেবায় ভিড় জমায়। স্থানীয় সহ আশপাশের বহু মানুষ হাজির হন চন্দ্রকোনা থানা চত্বরে। চন্দ্রকোনা থানার ওসি শুভঙ্কর রায় নিজের হাতে সকলকে খাবার পরিবেশন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র। আগত মানুষদের প্যান্ডেলের ভিতরে চেয়ারে বসিয়ে যত্ন সহকারে পেট ভরে খাওয়ানো হয়। পাতে ছিল খিচুড়ি, তরিতরকারি সহ মিষ্টান্ন। পুলিশের কালীপুজোয় পেট পুরে খেয়ে বেজায় খুশি সাধারণ মানুষ। চন্দ্রকোনা থানা চত্বরে চলে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। থানার ভিতরেই মন্দিরে ধুমধাম করে হয় মায়ের আরাধনা।যেভাবে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পুলিশ কর্তারা পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নরনারায়ণ সেবাসহ সমাজসেবামূলক কাজ করেন তাতে বিনা সংকোচে হাজির হন আমজনতাও। পুজোর কদিন তারাও আনন্দ উপভোগ করেন। চন্দ্রকোনা থানার ওসি শুভঙ্কর রায় বলেন, "পুজো উপলক্ষ্যে সমাজসেবামূলক কাজ, কমিউনিটি পুলিশিং সবকিছুই চলছে। পুলিশের শ্যামা পুজোতে সামিল হন এলাকার সকল শ্রেণীর মানুষ"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/25/whatsapp-image-2025-10-25-2025-10-25-22-22-39.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us