Sandeshkhali : বিজেপি প্রতিনিধি দলকে রামপুরে ঢুকতে নিষেধাজ্ঞা পুলিশের

অগ্নিগর্ভ সন্দেশখালিতে জারি রয়েছে ১৪৪ ধারা। কড়া নিরাপত্তায় ঘেরা রয়েছে এলাকা। ঘন ঘন মাইকিং চলছে। কোথাও জমায়েত না করার নির্দেশ দেওয়া হচ্ছে সকলকে।

author-image
Shroddha Bhattacharyya
New Update
breakinganm

BREAKING NEWS : আজও অগ্নিগর্ভ সন্দেশখালি। এই মুহূর্তে সন্দেশখালিতে অশান্তি থামাতে দু'নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। চলছে মাইকিং। এরই মধ্যে বিজেপির প্রতিনিধি দল ঢুকতে চেয়েছিলেন রামপুরে। কিন্তু সেই দলকে আটকালো পুলিশ। তাদের দাবি বেআইনিভাবে আটকানো হচ্ছে বিজেপির প্রতিনিধিদের। তার সঙ্গে বিজেপি প্রতিনিধিরা বলেন, " আমাদের চারজন প্রতিনিধিকে অন্তত ভেতরে যেতে দিন। গ্রামবাসীরা আতঙ্কে ,আমাদের যাওয়া দরকার।"