ভূমিহারা মানুষদের হাতে খাবার তুলে দিল পুলিশ

দাসপুর থানার বড় উদ্যোগ।

author-image
Aniket
New Update
e16d44d0-ccf5-4c49-acca-6798b433ff74

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিনের লাগাতার বৃষ্টি, আর সেই বৃষ্টিতেই শিলাবতির একাধিক জায়গায় নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা, সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে দাসপুর ১ ব্লকের নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকা।

ওই গ্রাম পঞ্চায়েতের দানিকলায় বেশিরভাগই বাড়িঘরগুলি জলে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই এলাকার মানুষ আশ্রয় নিয়েছে স্থানীয় একটি স্কুলে। সেই সমস্ত ভূমিহারা মানুষদের হাতে আজ কমিউনিটি কিচেন এর মাধ্যমে রান্না করা খাবার তুলে দেওয়া হল। একেবারে দাসপুর থানার পক্ষ থেকে। 

এদিন দাসপুর থানার ভারপ্রাপ্ত ওসি অঞ্জনি কুমার তিওয়ারি ওই সমস্ত মানুষদের হাতে রান্না করা খাবার তুলে দেন। সঙ্গে উপস্থিত ছিলেন দাসপুর থানার আরো অন্যান্য পুলিশ কর্মীরা।