/anm-bengali/media/media_files/2025/05/19/Ley8paDbAPuKwjfmwE80.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ১ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে দুঃসাহসী চুরির কিনারা করল সবং থানার পুলিশ।
পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১২ নম্বর বুড়াল অঞ্চল এলাকায় একটি ইলেকট্রিক দোকানের দেওয়াল ভেঙে ওই দোকানের একাধিক জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর ওই দোকানের মালিক সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পাওয়ার পর তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে ১ ঘণ্টার মধ্যে চুরির ঘটনায় জড়িত থাকা ১ জনকে গ্রেফতার করল সবং থানার পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তের নাম নুরুল সেক। বাড়ি বুড়ার অঞ্চল এলাকায়। পুলিশ জানিয়েছে নুরুল এবং তার সঙ্গে আরো ২ জন ভোরবেলা দোকানে চা খেতে গিয়ে চুরির পরিকল্পনা করে। তারপর ঐ ইলেকট্রিক দোকানে চুরি করে ভোর বেলায় বাস ধরে পিংলা এলাকার একটি গোডাউনে চুরির জিনিসপত্র বিক্রি করে। ঘটনার অভিযোগ পাওয়ার পর তড়িঘড়ি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অবশেষে ১ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতকে সোমবার দুপুরে মেদিনীপুর আদালতে তোলা হয়। আদালতে পুলিশি হেফাযতের আবেদন করবে সবং থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us