New Update
/anm-bengali/media/media_files/2025/07/31/whatsapp-image-2025-07-31-2025-07-31-17-30-10.jpeg)
নিজস্ব প্রতিনিধি, হুগলি: ফের রামনগর থানার বড় সাফল্য। গত ১৪ মে রামনগর থানার বালিসাই এবং দেউলী হাটে ২টি এটিএম কাউন্টার থেকে দুষ্কৃতীরা প্রায় ৪০ লক্ষ টাকা লুট করে। এমনকি সিসি ক্যামেরা ফোম দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করে যাতে দুষ্কৃতীদের চেনা না যায়। তার ঠিক ২ মাস পরে হুগলির পান্ডুয়া থেকে ২ জনকে আটক করল রামনগর থানার পুলিশ। এদের একজনের নাম আমিন গনি ও দ্বিতীয় জনের নাম শাহরুখ। এদের বাড়ি হরিয়ানা রাজ্যে সাহুন জেলায়। ২ জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রামনগর থানার পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/31/screenshot-2025-07-31-171206-2025-07-31-17-12-34.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us