টিটাগড় : শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার মহিলা সহ ৩

ব্যবসায়িক সূত্রেই নিহতের সঙ্গে ধৃতদের মধ্যে যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। ৪ লাখ ৬২ হাজার টাকার লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। সেই কারণেই এই খুনের ঘটনা বলে পুলিশের প্রাথমিক ধারণা।

author-image
Pallabi Sanyal
New Update
shoot out

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : টিটাগড়ে শ্যুটআউটের  ২৪ ঘন্টার মধ্যেই পুলিশ বর্ধমান থেকে গ্রেফতার করলো এক মহিলা সমেত তিনজনকে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে একটি স্কুটি। ধৃতরা হল মোহাম্মদ আরিফ, মোহাম্মদ শামীম ওরফে সানি ও অভিযুক্ত সানির স্ত্রী শবনম বানু। তবে কী কারণে তারা তৃণমূল কর্মী আনোয়ার আলীকে গুলি করলো তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তদের ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে তোলা হয়।  আর কারা জড়িত সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ ধৃতদের হেফাজতে পেতে চাইছে।