ব্রাউন সুগার পাচার, ধরল পুলিশ

কোথায় ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-05 at 5.09.31 PM

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ফারাক্কায় গ্রেফতার ১ মহিলা সহ ২। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে STF এবং ফারাক্কা থানা পুলিশের তৎপরতায় নিউ ফারাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং সাজেদা বিবি মন্ডল। জিয়াউরের বাড়ি মালদার কালিয়াচক ও সাজেদার বাড়ি নদীয়ার চাকদা। ধৃতদের কাছ থেকে মোট ৭৬০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার ফারাক্কা থানায় সাংবাদিক সম্মেলনে করেন ফারাক্কার এসডিপিও সেখ সামসুদ্দিন। ব্রাউন সুগার পাচারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

Arrest