/anm-bengali/media/media_files/lG2A2H38wutzx2QzTzpc.jpg)
নিজস্ব সংবাদদাতা : রাজ্য পুলিশের মানবিক মুখ। শীত-গ্রীষ্ম-বর্ষা, যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশই যেখানে ভরসা, তদের কথা ভেবে নেওয়া হল এক বিশেষ উদ্যোগ। সম্প্রতি তাপপ্রবাহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। চাঁদিফাটা রোদকে সঙ্গে করেই বেরতে হচ্ছে রাস্তায়। ছোটদের স্কুল ছুটি থাকলেও বড়দের নিত্যদিন রয়েছে অফিস। বাড়ি থেকে ছাতা মাথায় বেরিয়ে তারপর বাস-ট্রেন-অটো-ক্যাবে করে গন্তব্যে পৌঁছোন চাকুরীজীবীরা। কিন্তু ট্রাফিক পুলিশ? রোদ মাথায় ক্রসিং কিংবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে চলে ট্রাফিক ম্যানেজমেন্ট। এই গরমে যখন সান স্ট্রোকের সতর্কতা জারি হয়েছে রাজ্যে, তাদের মধ্যে দেখা যায়নি কোনো পরিবর্তন। আগের মতোই একইভাবে কর্তব্যে অবিচল তারা। কারো মাথায় হেলমেট থাকলেও সবার মাথায় তা চোখে পড়ে না। ট্রাফিক পুলিশদের কথা ভেবে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল জঙ্গিপুর পুলিশ। কর্তব্যরত ট্রাফিক পুলিশদের হাতে তুলে দেওয়া হল গ্রীষ্মকালীন কিটস। এর মধ্যে রয়েছে এসি হেলমেট, ছাতা, সানগ্লাস, ওআরএস ইত্যাদি রয়েছে।
এই তীব্র গরমের হাত থেকে রেহাই দিতে, শ্রী ভি.জি. সতীশ পশুমার্থী, IPS, SP @JangipurPolice, অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের গ্রীষ্মকালীন কিটস্ (যার মধ্যে এসি হেলমেট, ছাতা, সানগ্লাস, ওআরএস ইত্যাদি রয়েছে) বিতরণ করেছেন৷#WestBengalPolice4Upic.twitter.com/MH79lvTUMy
— West Bengal Police (@WBPolice) May 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us