ঠাকুর আনতে গিয়েই আর ফেরা হল না বাড়ি, পোলবায় পঞ্চমীতে নামলো শোকের ছায়া

ইটের স্তুপে ধাক্কা মারে গাড়িটি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: পুজোর আনন্দের মাঝেই হুগলি থেকে এল বেদনাদায়ক খবর। ঠাকুর আনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। আহত আরও তিনজন। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার অনন্তপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শঙ্করবাটি গ্রামের বাসিন্দারা প্রতিবছরের মতো এ বছরও দুর্গাপুজোর জন্য চন্দননগর পটুয়াপাড়া থেকে প্রতিমা আনতে গিয়েছিলেন। প্রতিমার গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পিছনে আসা চারচাকা গাড়ি আর আসেনি। ওই গাড়িতেই ছিলেন চালক সহ ছয়জন। পরে পুলিশ ফোন করে দুর্ঘটনার খবর জানায়।

চন্দননগর রেলওভার ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইটের স্তুপে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত চারজনকে প্রথমে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। একজনকে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। অপর দু’জনের চিকিৎসা চলছে চুঁচুড়ায়।

Accident

মৃতদের মধ্যে রয়েছেন, ভাস্কর দেবধারা (২৯), প্রীতম চক্রবর্তী (৩০) এবং স্বপন দে (৪০)।

পুলিশ সূত্রে খবর, গাড়ির ভিতর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, মদ্যপ অবস্থাতেই গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মৃতদেহগুলির ময়নাতদন্ত হবে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।

ঘটনায় শঙ্করবাটি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুর্গাপুজোর আনন্দের আগে এমন অঘটন মর্মাহত করেছে গোটা এলাকা।