/anm-bengali/media/media_files/XdDrMKTqfXYQVSn8TLGl.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। ইতিমধ্যেই ভোটের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তরীয়। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জন্য ভোট হয়ে থাকে। কিন্তু কোন কোন কারণে এক জন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যের সদস্যপদ বাতিল হতে পারে সেটা কি জানেন?
১) কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে চাকরি করলে সদস্য থাকা যাবে না।
২) গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সঙ্গে প্রার্থীর সরাসরি কোনও সম্পর্ক থাকলে বা সরাসরি রোজগারে যুক্ত থাকলে সদস্য থাকা যাবে না।
৩) রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা সমবায়ের চাকরি থেকে খারাপ আচরণের কারণে বরখাস্ত হওয়ার পাঁচ বছর না পেরোনো পর্যন্ত সদস্য থাকা যাবে না।
৪) কোনও মামলায় আদালতে ৬ মাসের বেশি সাজা পেলে আর সেই সঙ্গে গত পাঁচ বছরে পঞ্চায়েত আইনের কোনও ধারায় দোষী সাব্যস্ত হলে সদস্য থাকা যাবে না।
৫) পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সদস্য গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারেন না। আবার গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদের সদস্য হলে পঞ্চায়েত সমিতির নির্বাচনে প্রার্থী হতে পারেন না তিনি। গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কোনও সদস্য জেলা পরিষদে প্রার্থী পদে দাঁড়াতে পারবেন না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us