সিকিম সফরে প্রধানমন্ত্রী, গ্যাংটকে প্রস্তুতি তুঙ্গে

সিকিম সফরে প্রধানমন্ত্রী মোদি, গ্যাংটকে জোর প্রস্তুতি। আজ সকাল ১১টায় অংশ নেবেন 'Sikkim@50' অনুষ্ঠানে, উদ্বোধন করবেন একাধিক উন্নয়ন প্রকল্প।

author-image
Debapriya Sarkar
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : সিকিমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে গ্যাংটকে জোর প্রস্তুতি চলছে। আজ সকাল ১১টা নাগাদ তিনি উপস্থিত থাকবেন "Sikkim@50: Where Progress meets Purpose and Nature Nurtures Growth" অনুষ্ঠানে।

সিকিম

এই সফরে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেই সঙ্গে তিনি জনসভায় ভাষণ দেবেন বলে জানা গেছে। রাজ্যের অগ্রগতি ও প্রকৃতির ভারসাম্যের বার্তা দিতেই এই বিশেষ আয়োজন।