'এত নোট জীবনে দেখিনি...আরও গুপ্তধন খুঁড়ে বের করব', হুঁশিয়ারি মোদীর

বিরোধী দলগুলোকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল।,ম্ন

নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডের কোডারমায় এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, "জেএমএম, কংগ্রেস, ইন্ডি জোট এঁরাই ভুল জিনিসের সবচেয়ে বড় রোল মডেল। মন্ত্রীর পিএ-র ভৃত্যের বাড়িতে নগদ টাকার পাহাড়ের সন্ধান মিলল। আমি বাস্তব জীবনে এত নোট দেখিনি, আমি এটি প্রথমবার টেলিভিশনে দেখেছি। এই ধরনের মানুষদের সমর্থন করে 'রাজপরিবার'। এটা সবে শুরু, আমি এরকম আরও গুপ্তধন খুঁড়ে বের করব।" 

,ম্মনব

Add 1