Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতা: আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদি বলেছেন, "পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য বাংলা। বাংলায় বিজেপির ২০১৯-এর সাফল্যকেও এবার ছাপিয়ে যাবো আমরা।
/anm-bengali/media/media_files/eJu0gpdodBasOZZjYA5B.jpg)
কংগ্রেসের শাসনে পূর্ব ভারত গরিব হয়েই রয়ে গেছে। কংগ্রেস জামানায় বাংলা সহ গোটা পূর্ব ভারত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।
/anm-bengali/media/media_files/7SFJpxo6y0xMWWgrgfN7.jpg)
২০১৪ সালে আপনারা মোদিকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন। আর তখনই মোদি সিদ্ধান্ত নিয়েছিল যে, পূর্ব ভারতকে 'বিকশিত ভারত'-এর গ্রোথ ইঞ্জিন বানাবে।"
/anm-bengali/media/post_attachments/d030031c6ffaf8a78f5ee02a256043453cd958fdfc802f56bcc86d756a183fba.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us