Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতা: আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। দেশজুড়ে ৮৮টি লোকসভায় আজ অনুষ্ঠিত হচ্ছে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব। পশ্চিমবঙ্গের বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিং কেন্দ্রে সকাল ৭টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে।
/anm-bengali/media/media_files/VY40TCPFUxA9nIGuYMuq.jpg)
এই আবহেই রাজ্যে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদায় তিনি তার সভায় বলেছেন, "দেশের জন্য বলিদানে বাংলা নেতৃত্ব দিয়েছে। প্রথমে বামেরা পরে তৃণমূল বাংলার সম্মানকে নষ্ট করেছে। উন্নয়নের বদলে বাংলায় হাজার কোটির দুর্নীতি করা হয়েছে।
/anm-bengali/media/media_files/hNoqXDcrsbZAM5AhNZTt.png)
দুর্নীতি করছে তৃণমূল, ভুগতে হচ্ছে জনগণকে। বাংলায় কমিশন ছাড়া কোনও কাজ হয় না।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us