New Update
/anm-bengali/media/media_files/2025/01/06/BeM5BkyPoLPGzgYRvMUB.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কয়েক দিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নং ব্লকের বালিপোতা এলাকায় রাতের অন্ধকারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের দাবি আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত তারা। যোগ্য ব্যক্তিরা পাচ্ছে না বাড়ি। ওই সমস্ত আদিবাসী সম্প্রদায় মানুষদের নাকি পাট্টা দেয়নি সরকার। আবাস যোজনার বাড়ি এবং পাট্টার দাবিতে কয়েকদিন আগে রাতের অন্ধকারে ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পুলিশের আশ্বাসে অবরোধ উঠলেও কোনো তৎপরতার দেখা না মেলায় আজ আবার দাসপুর ১ নম্বর বিডিও অফিসের গেট ঘেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দাসপুর থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us