দাঁতনে দলের পক্ষ থেকে ফলের চারাগাছ ও শাড়ি, বস্ত্র বিতরণ

কারা কারা ছিলেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-11 at 12.24.22 AM (1)

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নং ব্লকের সাবড়া এম এস কে বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সবুজায়ন করার লক্ষ্যে পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ ও চারাগাছ প্রদান, শাড়ি ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হল শুক্রবার বিকেলে যেখানে উপস্থিত ছিলেন দাঁতন ১ ব্লকের সভাপতি ইপ্তেকার আলি, অঞ্চলের সভাপতি মফিল আলী, যুব সভাপতি সাদেক আলী, গ্রাম প্রধান মীর সুরজ, এলাকার পঞ্চায়েত সোনা খাঁ সহ অনান্যরা। এই দিন এলাকার শতাধিক মনুষের হাতে ফলের চারা ও শাড়ি এবং বস্ত্র তুলে দেওয়া হয়।

WhatsApp Image 2025-10-11 at 12.24.22 AM