New Update
/anm-bengali/media/media_files/CMEbPo3E1hXNL4k0LZdV.jpg)
নিজস্ব সংবাদদাতা : শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে মন্দিরেই প্রস্রাব! তাও আবার এই বাংলার বুকে! ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা তথাগত রায়। গর্জনের সুরে তিনি লিখেছেন, ''আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের বলি বাংলাদেশে হিন্দু নির্যাতন সম্বন্ধে সোচ্চার হতে। কিন্তু এর মধ্যেই, মনে হচ্ছে, বড্ড দেরি হয়ে গেছে।এই পশ্চিমবঙ্গেই শিবলিঙ্গের উপর প্রস্রাবরত একজন ধর্মনিরপেক্ষ।
সময় এসে গেছে ।''
আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের বলি বাংলাদেশে হিন্দু নির্যাতন সম্বন্ধে সোচ্চার হতে। কিন্তু এর মধ্যেই, মনে হচ্ছে, বড্ড দেরী হয়ে গেছে।
— Tathagata Roy (@tathagata2) November 5, 2023
এই পশ্চিমবঙ্গেই শিবলিঙ্গের উপর প্রস্রাবরত একজন ধর্মনিরপেক্ষ।
সময় এসে গেছে ! pic.twitter.com/7Non49M1Xf
/anm-bengali/media/post_attachments/KIes6TdrrQNxpFdtA6U6.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us