পাইপ ফেটে বিপত্তি ! বন্ধ জল সরবরাহ

এলাকায় বন্ধ রয়েছে জল সরবরাহ।

author-image
Adrita
New Update
গভ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ মাটির নিচে থাকা নগর নিগমের পাইপ ফেটে ৩০ ফুট উপর পর্যন্ত প্রবল বেগে বের হচ্ছে জল। সেই জলের বেগে ইঁট, পাথর ছিটকে পড়ছে রাস্তায়। এমনই ঘটনা ঘটলো দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে নগর নিগম মোড়ে।

hiren

সূত্র মারফত জানা গিয়েছে যে, শনিবার সকালে দুর্গাপুর নগর নিগমের বর্জ্য সংগ্রহকারী একটি গাড়ি নগর নিগম মোড়ের সামনে নগর নিগমের পার্কিংয়ের ভেতর থেকে বের হচ্ছিল। তখনই সেই গাড়ির চাপে আচমকা মাটির নিচে থাকা পাইপ ফেটে বিপত্তি বাঁধে। প্রবল গতিতে ফোয়ারার রূপ নিয়ে বের হতে থাকে পানীয় জল। স্থানীয়রা দুর্গাপুর নগর নিগমের জল দপ্তরের আধিকারিকদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জল দপ্তরের কর্মীরা। জল সরবরাহ বন্ধ করে শুরু হয় মেরামতের কাজ।

জল দপ্তরের কর্মী রাজীব দাস জানান " গাড়ির চাপে ওই পাইপের সংযুক্তিকরণের এয়ার ভালভ ফেটে যায়। মেরামতির জন্য জলাধার থেকে জল ছাড়া বন্ধ করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুরের কমলপুর, সেপকো এবং বি-ওয়ান এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ। '' 

hiring.jpg