পঞ্চায়েত ভোটের আগে BJP নেতাদের সঙ্গে মনিষীদের ছবি ঘিরে শোরগোল

আগামী ৮ জুলাই এক দফাতেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ১১ জুলাই ভোট গণনা অনুষ্ঠিত হবে। এদিকে জেলায় জেলায় রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা চরমে উঠেছে।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
cover debra.jpg


দিগ্বিজয় মাহালী , পশ্চিম মেদিনীপুরঃ বিজেপি (BJP) নেতাদের সঙ্গে মনিষীদের ছবি ঘিরে শোরগোল পড়ে গেল৷ তারপর সেই ছবির মধ্যে লেখা রয়েছে ‘বাংলার গর্ব’। পঞ্চায়েত ভোট ঘোষণার পরে বুথে এই ধরনের ব্যানার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের ইটাই বুথে। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল দেওয়াল লিখন, পোস্টারিংয়ের মাধ্যমে প্রচারও শুরু করে দিয়েছে। তার মধ্যে এলাকায় বিজেপির এই ধরনের ব্যানার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ পাত্র জানান, ‘ভোটের সময় রাজনৈতিক দল নিজেদের প্রচার করবে। কিন্তু রাজনৈতিক প্রচারে মনিষীদের ছবি দিয়ে প্রচার খুবই নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।‘ অপরদিকে বিজেপির মন্ডল সভাপতি তপন ধাড়া জানান, ‘এটা আমাদের কেউ লাগিয়েছে কিনা তা আমার জানা নেই। হয়তো তৃণমূলের লোকেরাই আমাদের দলকে বদনাম করার জন্য লাগিয়েছে। তৃণমূল নিজের কথা ভাবুক। আমরা মনিষীদের সন্মান করতে জানি। পুরো বিষয়টি খতিয়ে দেখছি।‘