New Update
/anm-bengali/media/media_files/eqUuHaH0hFZhKb3KsIc8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বছরের শেষ দিনে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন পিকনিক স্পট গুলিতে জমেছে ভিড়। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের হিজলি পার্ক, মেদিনীপুর শহরের উপকন্ঠে গোপগড় ইকোপার্ক, গড়বেতার গনগনি, চন্দ্রকোনা রোডের পরিমল কানন,ডেবরার তিলাপাটনা,ঘাটালের পার্ক গুলিতেও ভিড়।
/anm-bengali/media/media_files/ely0cLrsrCALwTA71xlR.jpg)
পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন হোটেল, রেস্তেরা গুলি সাজিয়ে তোলা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us