পিছনের টায়ার ফেটে উল্টে গেল ধান বোঝাই ভ্যান ! হতাহত শুন্য

সোমবার একটি ধান বোঝাই পিকআপ ভ্যান, পশ্চিম মেদিনীপুরের পটাশপুরের দিক থেকে তেমাথানের দিকে যাচ্ছিল। এরপর আচমকা বড়চাহারা এলাকায়, ওই ভ্যানটির পিছনের দুটি চাকা ফেটে যায়, যারফলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

author-image
Debjit Biswas
New Update
VAN

নিজস্ব সংবাদদাতা : টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ধান বোঝাই পিকআপ ভ্যান। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার, সবং থানার অন্তর্গত, বড়চাহারা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ধান বোঝাই পিকআপ ভ্যান পটাশপুরের দিক থেকে তেমাথানের দিকে যাচ্ছিল। এরপর আচমকা বড়চাহারা এলাকায়, ওই ভ্যানটির পিছনের দুটি চাকা ফেটে যায়, তারপর ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

VAN

এরপর বিকট আওয়াজ শুনতে পেয়ে, স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে গাড়ি চালককে উদ্ধার করে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। পরবর্তীতে এই খবর পেয়ে সবং থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।