নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার কুশপাতা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এক দম্পতি। গৃহবধূ কানে শুনতে পান না, আর তারই সুযোগ নেয় পাশের বাড়িতে ভাড়া থাকা কয়েকজন যুবক। তাঁর স্বামী বাড়িতে না থাকাকালীন গৃহবধূকে বৃহস্পতিবার রাতে একলা পেয়ে ধর্ষণ করে ওই অভিযুক্ত যুবকেরা।
/anm-bengali/media/post_attachments/c363446c-f0d.png)
এমনকি আক্রান্ত গৃহবধূর গায়ে সিগারেটের ছ্যাঁকা দেয় অভিযুক্ত যুবকেরা। ঘটনার খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ওই দিন রাতেই কুশপাতা থেকে ওই তিন যুবককে গ্রেফতার করে। ধৃত তিনজনের মধ্যে দুজন ভিন রাজ্যের। ঝাড়খন্ডের বাসিন্দা আকাশ কর্মকার এবং জগন্নাথ কর্মকার। আর আসানসোলের বাসিন্দা বাপন বারুই। আজ ধৃতদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে, আদালত ৩ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।