বাংলাদেশ পাচারের আগেই নিষিদ্ধ কাফসিরাপ বাজেয়াপ্ত করল রাজ্য পুলিশ

গাড়িটি বহরমপুরের দিক থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-08-06 at 19.54.29

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে পাচারের আগেই ৯৮৭ ফেনসিডিলের বোতল সমেত এক জনকে গ্রেপ্তার করেছে দৌলতাবাদ থানার পুলিশ। বুধবার সকালে দৌলতাবাদ থানার কেওয়াতলা এলাকায় বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের উপরে অভিযান চালিয়ে পুলিশ একটি গাড়িকে আটকায়।  

ওই গাড়িটি বহরমপুরের দিক থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ৯৮৭ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করে এবং গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, ওই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মাঞ্জারুল হক। বাড়ি সাগরপাড়া থানার মালোপাড়া এলাকায়। ধৃতের একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এদিন বহরমপুরে জেলা জজ আদালতে পেশ করা হয়।