গ্রীষ্মেও জলপাখির ভিড়! তামিলনাড়ুর পেরুংগুলমে রেকর্ড সংখ্যায় কমন কুট- ভিডিও

তুতিকোরিন জেলার জলাভূমিতে গ্রীষ্মেও ভিড় জমাল জলচর পাখি, একসঙ্গে দেখা গেল বহু কমন কুট। পরিবেশপ্রেমীদের কাছে বিরল দৃশ্য।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : তামিলনাড়ুর তুতিকোরিন জেলার পেরুংগুলম জলাভূমিতে গ্রীষ্মকালেও দেখা গেল জলের পাখিদের অপ্রত্যাশিত আগমন। অন্যান্য সময় যেসব পাখি কেবল শীত বা বর্ষায় দেখা যায়, এবার সেই দলেই দেখা মিলেছে বহু কমন কুট (Common Coot)-এর।পক্ষীপ্রেমী থমাস মাথিবালন বলেন, “একসঙ্গে এত কমন কুট আমি জীবনে প্রথম দেখলাম।”

publive-image

এই দৃশ্য পরিবেশপ্রেমীদের কাছে বিস্ময়ের। অনেকে মনে করছেন, জলাভূমির পরিবেশ এবং পর্যাপ্ত জলের উপস্থিতির জন্যই পাখিরা এই জায়গায় এসেছে। তবে এর পিছনে জলবায়ু পরিবর্তনের কোনও ভূমিকা রয়েছে কি না, তা নিয়েও গবেষণা চলছে।