রাস্তা বেহাল, চিকিৎসায় দেরি, শিশু কন্যার মৃত্যুতে বিজেপি পঞ্চায়েত সদস্যকে দড়ি দিয়ে বেঁধে রাখল মানুষ

ক্ষোভে ফেটে পড়ল মৃতার বাড়ির লোক।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-17 at 3.32.50 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রাস্তা বেহাল থাকার কারণে সময় মত চিকিৎসা না করাতে পারায় মৃত্যু এক শিশু কন্যার। স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য দেখতে গেলে এলাকাবাসীরা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখল। 

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া গ্রামে। আজ সকালে এক শিশু কন্যা অসুস্থ হওয়ার পর রাস্তার বেহাল দশার কারণে তাকে চিকিৎসকের কাছে সময় মতো না নিয়ে যাওয়ায় মৃত্যু হল শিশুকন্যার, এমনটাই অভিযোগ মৃত কন্যার মায়ের। স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য অভিজিৎ সিং মৃত শিশু কন্যার বাড়িতে দেখতে গেলে স্থানীয়রা তাকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। এলাকার মানুষের দাবি যতক্ষণ না গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কেউ সেখানে যায় ততক্ষণ পঞ্চায়েত সদস্যকে বেঁধে রাখবে তারা।

Screenshot 2025-07-17 151627