নির্দল প্রার্থীর বুথ এজেন্টকে খুন! টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

ভোটের আগে (Panchayat Vote) ও পরে সব মিলিয়ে ঝরে গেল ২৪টি তরতাজা প্রাণ। কারোর বোমার আঘাতে, কারোর গুলির আঘাতে আবার কারোর মৃত্যু হয়েছে পিটুনির কারণে। একজনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনাতেও।

author-image
SWETA MITRA
New Update
pirgachia.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের আগে হোক বা পরে, মানুষের রক্ত ঝরা যেন থামছেই না।   উত্তর চব্বিশ পরগনার পীরগাছায় এক নির্দল প্রার্থীর বুথ এজেন্ট আবদুল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এদিকে এই ঘটনার প্রতিবাদ শুরু করেছেন গ্রামবাসীরা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান গ্রামবাসীরা এবং অভিযোগ করেন যে খুনের পিছনে তৃণমূল প্রার্থী মুন্না বিবির স্বামীর হাত রয়েছে। আপত্তিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন উত্তেজিত জনতা।