New Update
/anm-bengali/media/media_files/eQRSdJmh57ZE68PA4DX4.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: বড়ঞার তৃণমূল বিধায়ক (TMC MLA) জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) মোবাইল খুঁজতে গিয়ে যেখানে নাকানিচোবানি খাচ্ছে সিবিআই (CBI) সেখানে মোবাইল খুঁজতে নামা শ্রমিকদের হাতে উঠল জিওল মাছ। ডজন খানেক শোল, খান চারেক কই, তিনটি মাগুর মাছ উঠে এলো তাদের হাতে। মাছ পাওয়ার আনন্দে বিভোর শ্রমিকদের শেষে ধমক লাগালেন সিবিআই আধিকারিকরা। আবার মাছের বদলে শুরু হলো মোবাইল খোঁজার কাজ। অবশেষে মিললো দুটো ছুঁড়ে ফেলে দেওয়া মোবাইল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us