ফুঁসছে নদী! লাইট জ্বালিয়ে নদী বাঁধ পাহারা দিল মানুষ!

জলের হাত থেকে গ্রামকে বাঁচাতে উদ্যোগ গ্রামেরই মানুষের।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-17 at 5.08.23 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কাঁসাই নদীর জলস্তর বিপদ সীমার ওপর দিয়ে বইছে, চাষের জমিতে ঢুকছে নদীর জল। অতিরিক্ত জল বাড়ায় রাতে ডেবরার টাবাগেড়িয়া এলাকায় কাঁসাই নদীর ভাসাপুল ৩ ঘন্টা বন্ধ রাখল ঘাট কর্তৃপক্ষ। অপরদিকে লাইট জ্বালিয়ে নদী বাঁধ পাহারা দিল একাধিক গ্রামের মানুষজন।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে কাঁসাই নদী ফুলে ফেঁপে উঠেছে। নদীর জল বিপদ সীমার ওপর বইছে। গতকাল রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত অতিরিক্ত জল বাড়ায় ডেবরার টাবাগেড়িয়া এলাকায় কাঁসাই নদীর ওপর ভাসাপুলে যাতায়াত বন্ধ রাখা হয়েছিল। অপরদিকে নদীর জল চাষের জমিতে ঢুকে যাচ্ছে। পাশাপাশি ডেবরা ব্লকের একাধিক গ্রামের মানুষজন গতকাল রাতভর নদী বাঁধে লাইট জ্বালিয়ে পাহারা দিয়েছে যাতে কোনো অঘটন না ঘটে যায়।

Screenshot 2025-07-17 165831