প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে পথ অবরোধ স্থানীয়দের

আজ মঙ্গলবার প্রায় আধঘন্টা জামুরিয়ার প্রধান রাস্তা অবরোধ করে স্থানীয়রা। গতকাল ঝড় বৃষ্টির ফলে প্রচুর সংখ্যক গাছ ভেঙে বাড়ি ও রাস্তার উপর পড়ে যায়।

author-image
SWETA MITRA
New Update
protest.jpg

হরি ঘোষ, জামুরিয়াঃ প্রশাসনেরউদাসীনতারবিরুদ্ধেজামুরিয়ায় (Jamuria) কৃষ্ণনগরমোড়এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। জানা গিয়েছে, আজ মঙ্গলবারপ্রায়আধঘন্টাজামুরিয়ারপ্রধানরাস্তাঅবরোধকরেস্থানীয়রা।গতকালঝড়বৃষ্টিরফলেপ্রচুরসংখ্যকগাছভেঙেবাড়িরাস্তারউপরপড়েযায়।ভেঙেপড়েপ্রায়চারটিবিদ্যুতেরখুঁটি।কারখানারপাঁচিলভেঙেপ্রায়সাতটি বাড়িসম্পূর্ণভাবেক্ষতিগ্রস্তহয়।কিন্তুগতকালথেকেপ্রশাসনেরপক্ষথেকেকেউআসেনি।বড়বড়গাছেরডালপড়েযাওয়ারফলেঅবরুদ্ধহয়েপড়েছেনস্থানীয়বাসিন্দারা।তারইপ্রতিবাদেএইপথঅবরোধবলেদাবিস্থানীয়দের।