পোস্ট অফিসে গ্রাহকদের টাকা নিয়ে উধাও পিওন! বিক্ষোভ গ্রাহকদের

ঘটনাস্থলে পুলিশ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-04 at 6.38.36 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের সাঁইতল গ্রামে পোস্ট অফিসের পিওন গ্রাহকদের সঙ্গে টাকা নিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ তুলেছে গ্রাহকরা। আর এই অভিযোগ তুলে পোস্ট অফিস ঘিরে বিক্ষোভ দেখাল গ্রাহকরা। যদিও এই বিষয় নিয়ে পোস্ট অফিস কর্তৃপক্ষ নিশ্চুপ। পিওন বেশ কিছু গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে তাদের পাশবুকে সই করে স্ট্যাম্প মেরে দেয়। কিন্তু পরে যখন তারা নিজেদের অ্যাকাউন্ট চেক করে তখন তারা দেখে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর তারপরেই তারা পোস্ট অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেখানে ডেবরা থানার পুলিশ উপস্থিত হয়েছে। প্রায় ৮ লক্ষ টাকার প্রতারণা করেছে অমল দোলাই নামক ওই পিওন।

Screenshot 2025-08-04 170543