জাকজমক করেই হল পাটনা ম্যানগ্রোভের শ্যামাপুজো

জানুন এই পুজো সম্পর্কে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-21 at 6.05.32 PM (1)

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: জাঁকজমক করেই শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার পাটনা ম্যানগ্রোভ ক্লাবের এই বছরের কালীপুজো। প্রথম দিনের পুজোতেই হল সাংস্কৃতিক অনুষ্ঠান। ফলে শতাধিক মানুষের ভিড় হয় সেখানে। মণ্ডপ ও প্রতিমা সাবেকি ভঙ্গিমায় তৈরী করা হয়েছে।

WhatsApp Image 2025-10-21 at 6.05.32 PM