ভেঙে পড়েছে রাস্তা, অসুস্থ রোগীকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হল বাড়ি

কোথাকার ছবি এটি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-15 at 2.58.22 PM (1)

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বেহাল রাস্তা। হাসপাতাল থেকে বাড়ি ফেরাতে অসুস্থ রোগীকে খাটিয়ায় করে নিয়ে যেতে হল প্রায় দেড় কিলোমিটার পথ। এমনই বেহাল ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের।

জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে যদুপুর গ্রামের গ্রামীণ রাস্তাটি বেহাল হয়েছিল। একাধিকবার ক্ষোভ আর বিক্ষোভ দেখিয়েও রাস্তা মেরামত হয়নি। এইবার চলতি বছরে কিছুদিন আগে বন্যায় শিলাবতী নদীর পাড়ের উপর গ্রামের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙেচুরে ছারখার হয়ে যায়। বর্তমানে কাদামাটির রাস্তায় হেঁটে চলা অযোগ্য হয়ে উঠেছে গ্রামের মানুষজনের। সেই গ্রামের বাসিন্দা যমুনা বেরাকে হাসপাতাল থেকে বাড়ি ফেরানোর পথে গ্রামের দেড় কিলোমিটার রাস্তা খাটিয়ায় করে বাড়িতে নিয়ে গেল পরিবারের সদস্যরা। তবে এমন ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ গ্রামের মানুষজনের। দীর্ঘ কিছু বছর ধরে বেহাল অবস্থায় ছিল গ্রামের রাস্তাটি যা নিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও অফিসে একাধিক বার ডেপুটেশন বিক্ষোভ দেখিয়েছে গ্রামের বাসিন্দারা। প্রশাসন থেকে স্থানীয় জনপ্রতিনিধি কেউই রাস্তা মেরামতে কর্ণপাত করেনি বলে অভিযোগ। চলতি বর্ষার প্রথম ভয়াবহ বন্যায় যদুপুর গ্রামে শিলাবতী নদীর জল উপচে গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তায় ভাঙন ধরলে সেটাই হয়ে দাঁড়ায় গোদের উপর বিষফোঁড়া। আর তাতেই যদুপুর গ্রামের সাথে আশপাশের গ্রামের যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই থেকে রাস্তার ভাঙা অংশ বেহাল অবস্থায় রয়েছে।কয়েকদিন আগে গত বৃহস্পতিবার ওই রাস্তার ভাঙা অংশ পরিদর্শনে গিয়ে কাদামাটির রাস্তা পার হতে গিয়ে বিপাকে পড়তে হয় সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সমিতির সেচ, সমবায় ও কৃষি কর্মাধ্যক্ষকে জুতো হাতে রাস্তা পার হতে গিয়ে ফিরে আসতে হয়। এবার ওই বেহাল রাস্তা দিয়ে রোগী নিয়ে যেতে খাটিয়া ব্যবহার করতে হল।

Screenshot 2025-07-15 145137