New Update
/anm-bengali/media/media_files/nmgYHm3pGe9zLvjCjiDj.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিগামী কয়েকশ যাত্রী আটকে পড়লেন কলকাতা বিমানবন্দরে। কেউ বা আবার আটকে পড়েন বিমানের অন্দরেই। কারণ হিসেবে দায়ী আবহাওয়া। খারাপ আবহাওয়ার দরুণ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বিলম্বিত হয় যাত্রার সময়। যাত্রীরা চরম অসুবিধার মধ্যে পড়েন। অনেকেই অভিযোগ করেছেন যে তাদের দিল্লি থেকে অন্য গন্তব্যে যাওয়ার জন্য কানেক্টিং ফ্লাইট ধরার ছিল এবং তারা সেই কানেক্টিং ফ্লাইট মিস করতে পারেন বলে টেনশনে ছিলেন। কেন ফ্লাইটগুলি বিলম্বিত হয়েছিল সে সম্পর্কে কলকাতার বিমানবন্দর পুলিশ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের কোনও ধারণা নেই। এদিকে যাত্রীদের কান্না করার মতো অবস্থার সৃষ্টি হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us